মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি বিরুদ্ধে আনা দুর্নীতির পাঁচটি অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে জান্তাশাসিত দেশটির আদালত। আজ শুক্রবার আদালত রুদ্ধদার এজলাসে কারাবন্দি নেত্রীর সাত বছরের কারাদণ্ড দেন। স্পর্শকাতর বিষয় হওয়ায় আদালত সূত্রটির নামপরিচয় গোপন রেখেছে রয়টার্স।
এর আগে, বেশকিছু মামলার রায়ে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় অং সান সু চিকে। এবারের সর্বশেষ রায়ে তাকে আরও সাত বছর কারাদণ্ড দেওয়া হল। তবে এ বিষয়ে কথা বলতে চাইলে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।