ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৯, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না। ঢাকার মেট্রোরেল গুনগতমান ও টেকনোলজিতে অনেক এগিয়ে। ঢাকার মেট্রোরেলে শব্দদূষণ হবে না। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়েও আধুনিক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, এই সরকারের সময়ের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পৌঁছে যাবে। টিকেট মেশিন নষ্ট হওয়ার বিষয়টি বাকা চোখে দেখার কিছু নেই। এটিতে অভ্যস্ত হতে আরো সময় লাগবে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসছে। জুন জুলাই নাগাত ঢাকা গাজীপুর রেপিড বাস ট্রান্সপোর্ট চালু করা হবে।