দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ৩ জনসহ চলতি বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ এবং ঢাকার বাইরে ২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁদের মধ্যে ঢাকায় ২০৩ জন এবং ঢাকার বাইরে ১৯২ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ১৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। অতীতে দেখে গেছে, অক্টোবর–নভেম্বরের দিকে ডেঙ্গুর প্রকোপ কমে আসে। কিন্তু এ বছর এর উল্টো চিত্র দেখা গেছে। এর মধ্যে শুধু নভেম্বরেই মারা গেছেন ১১৩ জন। মাসের হিসাবে এটি সর্বোচ্চ মৃত্যু।