ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসআই মমিনুলের নেতৃত্বে হাজারী মার্কেট থেকে চোরাইকৃত স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৭, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ মমিনুল হাসানের নেতৃত্বাধীন টিমের চৌকস অভিযানে হাজারী মার্কেট থেকে চোরাইকৃত ১৯ ভরি ৫ আনা ৪ রক্তি স্বর্ণ সহ ঘটনার মূল হোতা মোহাম্মদ আমির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে ।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিকেল পাঁচটা নাগাদ ২৭-৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি হাজারী মার্কেটের মেসার্স উদয়ন জুয়েলার্স এর স্বত্বাধিকারী শিবপদ ধরের নিকট স্বর্ণের দাম জিজ্ঞেস করে এবং সে পূর্বে তার ছেলের নিকট থেকে স্বর্ণ ক্রয় করেছে বলে জানায় । এ সময় তার ছেলে দোকানে আসলে ওই অজ্ঞাত নামা ব্যক্তি তার ছেলের সাথে কথা বলে । এসময় শিবপদ ধর কি কি স্বর্ণ ক্রয় করবে জানতে চাইলে ঐ অজ্ঞাতনামা ব্যক্তি পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তার পরিবারের সদস্যদের নিয়ে এসে তাদের পছন্দমত স্বর্ণ ক্রয় করবে বলে জানায় এবং শিবপদ ধরের ছেলের নিকট দোকানের ভিজিটিং কার্ড সংগ্রহ করে । ২৬ ডিসেম্বর সকাল ১০.৪১ মিনিটে ঐ অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে শিবপদ ধর কে জানায় সে স্বর্ণ ক্রয় করতে এসেছে এবং তার সাথে একজন গর্ভবতী মহিলা আছে এবং সে দোকান চিনতে পারছে না । তিনি যেন তার দোকান থেকে এসে তাকে দোকানে নিয়ে যান । এ সময় দোকানে কেউ না থাকার কথা শিবপদ ধর জানালে ঐ অজ্ঞাতনামা ব্যক্তি তাকে বারবার ফোন করে দোকান চিনিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে । এক পর্যায়ে শিবপদ ধর তার অনুরোধে লকারের চাবি আলমিরার পাশে রাখা ব্যাগে রেখে দোকান থেকে বের হয়ে শিব মন্দিরের সামনে যান এবং সেখানে ওই ব্যক্তিকে দেখতে না পেয়ে পুনরায় দোকানে এসে দেখেন লকারের চাবি লকারের সাথে ঝুলে আছে । এ সময় শিব পদ লকার খুলে দেখেন তার লকারে রক্ষিত ৩ টি স্বর্ণের নেকলেস, ১ টি পাথর সেটিং স্বর্ণের নেকলেস, ২টি স্বর্ণের লেদন, ১০ টি স্বর্ণের চেইন, ১ টি স্বর্ণের কণ্ঠ মালা, ৮টি স্বর্ণের হাত চেইন, ১টি স্বর্ণের ব্রেসলেট, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ জোড়া পাথর সেটিং স্বর্ণের কানপাশা , ১ টি স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের লকেট সহ সর্বমোট ১৯ ভরি ৫ আনা ৪ রক্তি স্বর্ণালঙ্কার নাই । যার বাজার মূল্য ১৫ লক্ষ ৪০ হাজার টাকা ।

এই ঘটনায় শিবপদ ধর কোতয়ালী থানায় ৩৮০ ধারায় গত ২৭ ডিসেম্বর মামলা (৩৬ নং ) করেন ।

কোতোয়ালি থানা কর্তৃক উক্ত মামলার তদন্তভার এস আই মোমিনুল হাসানের উপর ন্যস্ত হওয়ার পর তার নেতৃত্বে এএস আই সাইফুল আলম, এএসআই রনেশ বড়ুয়া স্বর্ণ চুরির রহস্য উদঘাটনে নামে। তারা ঘটনার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন ওয়াসা রোড মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা আমির হোসেনকে গ্রেফতার করে । ধৃত আমির হোসেন উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার ঘর সংলগ্ন শাহ আমানত হোটেল এন্ড ঝাল-বিতানের ভিতরে রক্ষিত ক্যাশ বাক্সের ভিতর থেকে চুরিকৃত স্বর্ণালংকারগুলো উদ্ধার করে। ধৃত আমির হোসেন আরো জানায়, চট্টগ্রামের বিভিন্ন বাসা -বাড়ি ও দোকানে ইতিপূর্বে সংগঠিত বিভিন্ন চুরির ঘটনার সাথে সে জড়িত ।

এই ব্যাপারে জানতে চাইলে এসআই মোমিনুল হাসান জানান , ” অত্যন্ত ধুরন্দর প্রকৃতির চোর এই আমির হোসেন । অভিনব কৌশলে চুরিতে সিদ্ধহস্ত সে । এ এস আই সাইফুল, এএস আই রনেশ বড়ুয়া এবং আমি ঘটনার পরবর্তীতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এই ধুরন্দর চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং চুরিকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছি ” ।