মেট্রোর যুগে পা দিচ্ছে বাংলাদেশ। আগামীকাল বুধবার উদ্বোধন হচ্ছে দেশের প্রথম মেট্রো রেলের। প্রায় সবই প্রস্তুত—মাঠ, মঞ্চ ও মেট্রো। এখন শুধু পতাকা ওড়ানোর পালা।
মেট্রোর উদ্বোধন ঘিরে কাল সকাল ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের উত্তরা পার্ক মাঠে জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জনসমাবেশে ভাষণ শেষে মেট্রো রেলের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। এরপর স্টেশনে এসে কাটবেন ট্রেনের টিকিট, ওড়াবেন পতাকা, চড়বেন ট্রেনে। প্রথম যাত্রী নিয়ে যাত্রা করবে দেশের প্রথম মেট্রো ট্রেন।
পরদিন বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেট্রো রেল। তবে প্রাথমিকভাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ট্রেন চলবে। যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের সময় বাড়ানো হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার পথের মধ্যে শুরু, শেষসহ মোট ৯টি স্টেশন হয়েছে। তবে শুরুর দিন থেকে সব স্টেশনে ট্রেন থামবে না। উত্তরা উত্তর, পল্লবী ও আগারগাঁও স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে ওঠানামা করতে পারবে। প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে ১৬ মিনিট।
জানতে চাইলে ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফ কালের কণ্ঠকে বলেন, উদ্বোধন ঘিরে ধারাবাহিকভাবে সব কাজ করা হয়েছে। নিরাপত্তার সার্বিক বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
উদ্বোধনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এবং মেট্রো রেল সম্পর্কে আজ আগারগাঁও স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মেট্রো রেল চালানোর জন্য এখন পর্যন্ত ২৪ জন চালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন নারী রয়েছেন। উদ্বোধনী দিন প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করা ট্রেনের চালকের আসনে থাকতে পারেন একজন নারী। চালকদের প্রশিক্ষণ শেষ হয়েছে।