ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা দরকার সব করেছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৬, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ যাতে আইনের শাসন পায়, সঠিক বিচার পায় এজন্য তাদের স্বার্থে জুডিশিয়ার সার্ভিসে যা যা করণীয় আমরা তাই করবো। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা দরকার সরকার সব করেছে।’

 

সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, যারা বিচার করবেন এবং যারা বিচার চাইতে আসেন তারা যেন সবাই একটা সুষ্ঠু পরিবেশ পায় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কারণ ভালো পরিবেশ পেলে ভালো চিন্তা মাথায় আসে।

 

তিনি বলেন, আইনের কার্যক্রম সহজ করার জন্য এবং আইনি শিক্ষা প্রসারের জন্য একটি আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনে যারা আছেন তাদের আবাসিক সংকট দূর করার জন্যও কাজ করা হচ্ছে।