ঢাকাশনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৬, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাতপরিচয় (১২) এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে জিনস প্যান্ট এবং জ্যাকেট রয়েছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

ওসি মুনজুরুল আলম আরও বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর পরিচয় জানতে পুলিশ কাজ করছে।