ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৬, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাপনা না থাকায় চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে ফায়ার সেফটি প্লান না থাকায় ইসলামী ব্যাংক হাসপাতালকে দুই লাখ, টেক সোডাইস করপোরেশন নামে একটি কেমিক্যাল গোডাউনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফায়ার অ্যাসেম্বলি এলাকায় পার্কিং তৈরি করায় জহুর হকার্স মার্কেট কমিটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানায়, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সোমবার দুপুর ১টার দিকে নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ঝুঁকিপূর্ণ মার্কেট, কেমিক্যাল ও পেট্রোলিয়ামজাত পণ্যের গুদামকে সতর্ক করা হয়। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত ও লাইসেন্স নবায়নে সময় বেঁধে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, আজকের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে। তাদেরকে অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইনে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানে নন্দন কানন ফায়ার স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আলী এবং ফায়ার ইন্সপেক্টর শামসুল আলম উপস্থিত ছিলেন।