ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এ কেমন সন্তান!

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৫, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

বাবা – মা অনেক কষ্ট করে সন্তানদের লালন পালন করে থাকেন । আর সেই সন্তানরা যদি পিতার মৃত্যুর পর টাকার জন্য তার লাশ দাফন করতে অস্বীকৃতি জানাই তবে সেটি হয় চরম অমানবিক ও মর্মান্তিক ঘটনা । আর এই অমানবিক এবং মর্মান্তিক ঘটনার অবতারণা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের অন্তর্গত ২ নং ওয়ার্ডের কেরানির বাড়িতে।

 

জানা গেছে, ২ পুত্র ও এক কন্যা সন্তানের জনক পদ্মা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা মনির আহমেদ (৬৫) ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিন নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন গত ১৩ ডিসেম্বর পিতাকে কেমো থেরাপি দেওয়ার কথা বলে তার কন্যা বেবি আক্তার ও নাতি অন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর এর দাবি অন্য হাসপাতালে না নিয়ে তাদের পিতাকে ব্যাংকে নিয়ে যান পিতার পেনশনের প্রাপ্ত টাকা উত্তোলনের জন্য এবং তারা ব্যাংক থেকে তার পিতার পেনশনের প্রাপ্ত ৫০ লাখ টাকার মধ্যে ৩০ লাখ টাকা উত্তোলন করেন।

 

ইতিমধ্যে গত শনিবার মনির আহমেদের মৃত্যু হলে টাকার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত লাশ দাফন না করে আটকে রাখে তার ছেলে জাহাঙ্গীর ।

 

তবে কন্যা বেবি আক্তারের দাবি, তার নামে কোন অ্যাকাউন্ট নেই ।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত , মৃত মনির আহমেদের মরদেহ ফ্রিজিং গাড়িতে সংরক্ষিত আছে এবং কর্ণফুলী থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করছেন । এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ।