সামনে অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা আমার সৌভাগ্য, আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি। এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। স্বাধীনতার পর তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেলো।
রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।
তিনি বলেন, আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মন ও চোখের ভাষা বোঝেন। আমরা ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচিত হয়েছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তার বিকল্প নেই। তিনি ৪১ বছর আওয়ামী লীগের সভাপতি। এটা একটা রেকর্ড সারা বিশ্বে। সাধারণ সম্পাদকের পদে ৩-৪ বার কোনো বিষয় না।