চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান বলেছেন, প্রতিটি খেলার জন্য আলাদা মাঠ তৈরি করতে চাই । তিনি আজ (২৪ ডিসেম্বর ) এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন ।
এই সময় জেলা প্রশাসক মোঃ ফখরুজ্জামান আরো বলেন, ” চট্টগ্রামের প্রতি আমার আলাদা একটি ভালোলাগা কাজ করে । আমার পড়ালেখা এই চট্টগ্রামে । আমি সংস্কৃতি ও খেলাধুলা নিয়ে কাজ করতে চাই। চট্টগ্রামে এই দুটি বিষয় নিয়ে কাজ করার ভালো সুযোগ রয়েছে । আমি ইতিমধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছিরুদ্দিনের সাথে কথা বলেছি । আমরা চট্টগ্রামের খেলাধুলা নিয়ে আলাদাভাবে ভাবতে চাই । প্রতিটি খেলার জন্য আলাদা মাঠ করতে চাই। খেলাধুলার বিকাশে কর্পোরেট হাউজগুলোকে এগিয়ে আসতে হবে” ।
উক্ত অনুষ্ঠানে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলেন , ঢাকায় খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন খেলার আয়োজন করে আসছে বসুন্ধরার মতো বড় গ্রুপ গুলো । কিন্তু চট্টগ্রামে এই সুযোগ সীমিত । তারপরও আমার ছেলেরা চট্টগ্রামে এই ধরনের কর্পোরেট লীগের আয়োজন করেছে । আমি সকলের সহযোগিতা কামনা করছি ” ।
উল্লেখ্য এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে ১৬ টি কর্পোরেট প্রতিষ্ঠানের স্পোর্টস টিম অংশগ্রহণ করছে।