ব্রাজিলের ‘হেক্সা মিশন’ কোয়ার্টার ফাইনালে থেমে গেলেও নজর কেড়েছেন দলটির বেশ কিছু উঠতি তারকা। যাদের অন্যতম রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাইসাইকেল কিকে করা রিচার্লিসনের অসাধারণ গোলটি কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। তার জোড়া গোলেই সেদিন ২-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল।
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ৭৩তম মিনিটে নান্দনিক এই গোলটি করেন রিচার্লিসন। বাঁ দিক থেকে সাইড ফুট ক্রস বাড়ান ভিনিসিউস। এরপর বাঁ পায়ের টোকায় বল উপরে তুলে শরীরটাকে শূন্যে ভাসিয়ে ১৩ গজ দূর থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়ে দেন রিচার্লিসন। সেই গোল নিয়ে শুরু হয়ে যায় হইচই।
ফিফার সেরা গোলের তালিকায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করা রিচার্লিসনের করা আরও একটা গোল ছিল। এছাড়া পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে, ইকুয়েডরের বিপক্ষে কোডি হাকপো, মেক্সিকোর বিপক্ষে এনসো ফার্নান্দেস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের গোলও ছিল এই তালিকায়। সবাইকে ছাপিয়ে সেরা হয়ে গেল রিচার্লিসনের গোলটি।