ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিছিল-স্লোগানে মুখর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৪, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন কাউন্সিলর ও ডেলিগেটরা। সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান এখন দলটির কাউন্সিলর ও ডেলিগেটদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

ইতোমধ্যে দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্মেলনে যোগ দিতে গণভবন থেকে রওনা দিয়েছেন।

আর কিছুক্ষণ পরেই তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন।

এরপর আধাঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দেশের মানুষের দৃষ্টি আজ থাকবে সোহরাওয়ার্দীর দিকে। এবার ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়া সংক্রান্ত ঘোষণা দেবে দলটি।

সম্মেলন উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।