রাষ্ট্রদূতদের বাংলাদেশের রাজনীতি নিয়ে বিবৃতি দেওয়ার আগে এ দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানা উচিত।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনকে এ কথা জানান। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপে বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি শারমেন।
গত ১৪ ডিসেম্বর মায়ের ডাকের সঙ্গে বৈঠক করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপ হওয়ার কথা ১২ ডিসেম্বর। তা পিছিয়ে ২২ ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হয়। ফোনালাপে উভয় পক্ষ ভিয়েনা কনভেনশনের আওতায় পরস্পরের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মার্কিন ডেপুটি সেক্রেটারি জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।