ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এখানে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম:ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২২, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের যে সম্মেলন, যে কমিটি হবে, এখানে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সেখানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রয়োজনে পরবর্তী সম্মেলন নির্বাচনের পর আগামও করতে পারি। তখন একটা বড় ধরনের পরিবর্তন হয়তো হবে। আপাতত আমরা বড় ধরনের কোনো পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।’ এ ছাড়া সবকিছু কাউন্সিলর অভিব্যক্তির ওপর নির্ভর করবে। তাই এসব নিয়ে আপাতত কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না বলেও তিনি মন্তব্য করেন।

দলের সাধারণ সম্পাদকের পদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবার দৃষ্টি দলের সাধারণ সম্পাদক পদের দিকে। এ পদে প্রার্থীদের অনেকের ইচ্ছা থাকতে পারে। অন্তত গণতান্ত্রিক দল হিসেবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার জানা মতে, এখানে অন্তত ওই পদের ১০ প্রার্থী আছেন। এই পদে আসতে চান। কে হবেন, এটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামতের ওপর নির্ভর করছে। সবকিছু প্রতিফলন ঘটবে দ্বিতীয় অধিবেশনে, তিনটার পর যেটা শুরু হবে, সেখানে। কাউন্সিলর মতামত নিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই আমি কারও নাম বলতে পারব না।’

সম্মেলনের প্রস্তুতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সংকটে আছি। এ সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এই সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ উপস্থিতি হবে। সুশৃঙ্খল ও সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।’