বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক।
জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক বলেন, আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
তিনি জানান, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ২৫ ডিসেম্বর। এরপর ২৬ ডিসেম্বর দুপুর ১২টায় দলের পার্লামেন্টারি বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে দলটির সাত সংসদ সদস্য (এমপি) পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন-অর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। অন্য ছয়জনের আসন শূন্য ঘোষণা করা হয়। এরমধ্যে একটি সংরক্ষিত নারী আসন। বাকি পাঁচ সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে নিয়মানুযায়ী পরে সদস্য মনোনয়ন ও নির্বাচন করা হবে।