ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেউ বলছে কথার কথা কারও ভাবনায় ইতিবাচক : বিএনপির রূপরেখা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২০, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি রাষ্ট্রকাঠামো ‘মেরামতের’ যে রূপরেখা দিয়েছে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বিএনপির দেওয়া রূপরেখার ২৭ দফা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চায়নি। ভালোভাবে দেখে–বুঝে প্রতিক্রিয়া জানাবে দলটি। ওয়ার্কার্স পার্টি মনে করে, এগুলো ‘কথার কথা’। নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন অবশ্য বিএনপির রূপরেখাকে ইতিবাচকভাবেই দেখছে। আর লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের মতে, রূপরেখায় নতুন কিছু না থাকলেও এগুলো বিএনপির ‘মনের কথা’ হিসেবেই ভাবতে চান।

বিএনপি গতকাল সোমবার যে রূপরেখা ঘোষণা করেছে, তাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনাসহ ২৭টি সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক গত রাতে বলেন, প্রস্তাবগুলো দেখেননি। এগুলো দেখে–বুঝে প্রতিক্রিয়া মঙ্গলবার (আজ) প্রতিক্রিয়া জানাবেন।