ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ফাইনালের টিকিট নিয়ে আর্জেন্টাইনদের বিক্ষোভ 

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৭, ২০২২ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের । ২০১৪ বিশ্বকাপ ফুটবলের পর এবার কাতার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা । ইতিহাসের সাক্ষী হয়ে স্বপ্নের ফাইনাল দেখতে আর্জেন্টাইনদের মধ্যে চলছে ব্যাপক উন্মাদনা । ইতিমধ্যে প্রায় ৩০ হাজার আর্জেন্টাইন সমর্থক কাতারে এসেছেন । ফাইনালের পূর্বে আরো হাজার পাঁচেক আর্জেন্টাইন কাতারে আসবেন ফাইনাল উপভোগ করতে ।

 

কিন্তু স্বপ্নের ফাইনাল উপভোগ করতে আর্জেন্টাইনদের পড়তে হচ্ছে ব্যাপক বিড়ম্বনায় । ফাইনাল ম্যাচের টিকেট এর আকাশচুম্বী দাম এই বিড়ম্বনার অন্যতম কারণ । কাতার বিশ্বকাপের সবচেয়েই কম দামের টিকিটের মূল্য বাংলাদেশের মুদ্রায় ৭৯ হাজার টাকা যা এখন বিক্রি হচ্ছে বাংলাদেশের মুদ্রায় ৪ লাখ ২০ হাজার টাকা । আর বিশ্বকাপের সবচেয়ে বেশি দামের টিকিটের মূল্য হচ্ছে বাংলাদেশের মুদ্রায় ৬ লাখ ১০ হাজার টাকা যা এখন বিক্রি হচ্ছে বাংলাদেশের মুদ্রায় ১৪ লাখ টাকা ।

 

টিকিটের এমন উর্ধ্বগতি মূল্যের কারণে বেজায় অসন্তুষ্ট আর্জেন্টাইন সমর্থকরা । এসব অসঙ্গতি নিয়ে আজ টিম হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের হস্তক্ষেপ কামনা করেছেন সমর্থকরা । এসময় টিম হোটেলের সামনে থাকা এএফএ কর্মকর্তাদের সাথে টিকিটের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সমর্থকদের । এ সময় সমর্থকদের হাতের প্লাকার্ডে লেখা ছিল ,

” এএফএ আমাদের টিকিট দাও। “