ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন প্রজন্মকে সাথে নিয়ে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবেঃ বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৭, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিভাগীয় কমিশন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাশের রুপান্তর করতে সক্ষম হয়েছি। এছাড়াও ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু, ১ লাখ ১৩ হাজার কোটি ব্যয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ১১ হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু টানেল, ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে করছে সরকার। আশা করছি, নতুন প্রজন্মকে সাথে নিয়ে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

 

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

বিভাগীয় কমিশন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরার পর লন্ডনের এক সাংবাদিক প্রশ্ন করেছিলো আপনি যখন দেখলেন আপনার জন্য কবর কোঁড়া হচ্ছে তখন আপনার কার কথা স্মরণ হয়েছিলো? তখন প্রতুত্তরে তিনি বলেছিলেন ‘‘দেশের মানুষের কথা এবং তাদের কাছে আমি প্রার্থনা করেছি আমার লাশটি বাংলাদেশে পৌঁছে দিতে’’। দেশ ও দেশের মানুষের প্রতি কতটুকু দেশপ্রেম ছিল এই দুটি বাক্য পড়ে আত্মস্থ করা যায়। এসময় তিনি দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিজেদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে অনুরোধ জানান।

 

এসময় স্বাধীনতার ৫১ বছরে এসেও যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারছে না, সেই রাজাকার ও রাজাকারের সন্তানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান মুক্তিযোদ্ধারা।

 

আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিলো “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার”। বিভাগীয় কমিশনার জেলা শিল্পকলা ও শিশু একাডেমিতে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ এর ডি আই জি মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।