ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধেয়ে আসছে প্রচন্ড শৈত্য প্রবাহ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৭, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে প্রচন্ড শৈতপ্রবাহ বেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের শীত মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা (৯৯%) রয়েছে ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত। রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার দিনের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত। ২৪ শে ডিসেম্বর সকাল থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত দেশের সকল জেলার সকাল বেলার তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় ঢাকা শহরের সর্বনিম্ন তাপমাত্রাও ১০ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষক ভাইদের জন্য সতর্কতা:

যেহেতু ১ সপ্তাহের বেশি সময় ধরে সকাল বেলার তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তাই এই সময় অনেক শস্যের ব্যাপক পরিমাণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলু গাছ মরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই কথা প্রযোজ্য বোরোধান এর বীজতলার ক্ষেত্রে। অন্যান্য সবজির বীজতলাও মরে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে।