ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনির একসময় হবু বউ সালেহাকে নিয়ে বাড়ি পালিয়ে যুদ্ধে যাওয়ার উদ্দেশে বের হয়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৬, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্পে নানা আয়োজনে সাজানো হয়েছে টেলিভিশন অনুষ্ঠান। এ আয়োজনে এবার মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘যেখানে সীমান্ত তোমার’। নাটকে প্রধান দুটি চরিত্র মনির ও সালেহা। যুদ্ধের সময় তাদের বিয়ে ঠিক হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে মনির একসময় হবু বউ সালেহাকে নিয়ে বাড়ি পালিয়ে যুদ্ধে যাওয়ার উদ্দেশে বের হয়।

মনির ও সালেহা চরিত্রে অভিনয় করছেন তরুণ অভিনেতা আরশ খান ও ফারিন শাহরিন। প্রথমবার তাঁরা মুক্তিযুদ্ধ বা দেশপ্রেমের কোনো গল্পে অভিনয় করলেন। মনির চরিত্রের আরশ জানান, মুক্তিযুদ্ধের সময় একটি ভীতিকর পরিবেশ ছিল। তখন ভয়ে অনেকেই তাদের সন্তানদের ঢাকা থেকে গ্রামের বাড়ি নিয়ে যায়। তেমনই একটি চরিত্র মনিরের। যে স্বাধীনচেতা। যে গ্রামে গিয়েও যুদ্ধে যেতে চায়। দেশের স্বাধীনতা চায়। কিন্তু একসময় সে জানতে পারে বাবা তার বিয়ে ঠিক করেছেন। চরিত্র নিয়ে আরশ বলেন, ‘মনির একজন কবি। দুর্বল চিত্তের মানুষ। সে ছোটবেলা থেকে রক্ত ভয় পায়। সে–ই একসময় দেশের জন্য যুদ্ধের জন্য ট্রেনিংয়ে যায়। তখন মনিরের জন্য সবকিছুর ঊর্ধ্বে ছিল দেশের স্বাধীনতা।’

বাড়ি পালিয়ে অনেকেই যুদ্ধে গেছেন, দেশ স্বাধীন করে ফিরে এসেছেন। এমন বীর মুক্তিযোদ্ধা অনেক। এ ধরনের গল্প পর্দায় তুলে ধরা প্রসঙ্গে পরিচালক তুহিন হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পারিবারিক ও মনস্তাত্ত্বিক এক যুদ্ধ ছিল। বিভিন্ন সময় পরিবার তাদের সন্তানকে যুদ্ধে যেতে বাধা দিয়েছে। ব্যতিক্রমও রয়েছে। আবার পরিবার বাধা দিলে সন্তান পালিয়ে যুদ্ধ গেছে। সেই ছেলেকে নিয়ে পরিবার গর্ব করেছে। কিন্তু এই সাহসী গল্পগুলো সেভাবে পর্দায় তুলে আনা হয়নি। আমরা বেশির ভাগ সম্মুখভাগ যুদ্ধ দেখিয়েছি। সেখান থেকেই মনে হয়েছে গল্পটি দর্শকদের সামনে আনা যায়।’

‘যেখানে সীমান্ত তোমার’ নাটকটি রচনা করেছেন সারওয়ার রেজা। পরিচালক জানান, ১৬ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। নাটকে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, মিলি মুন্সি, পংকজ মজুমদারসহ অনেকে।