চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯টি মাস সশস্ত্র সংগ্রাম করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ৭১ এর পরাজিত শক্তির দোসররা রাষ্ট্র ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত । সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ২০৪১ সালের রূপ কল্প বাস্তবায়ন করে বিশ্বের মানচিত্রে সুখী , সমৃদ্ধ ,ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ উপহার দেবে । নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সবাইকে এগিয়ে আসতে হবে । কারণ এই প্রজন্মই আগামীর রূপকল্প বাস্তবায়নের অন্যতম নিয়ামক শক্তি ।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় জামালখানস্থ ডা. আবুল হাশেম চত্বরে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের আয়োজনে মুক্তিযোদ্ধা সম্মাননা ও “বিজয়ের আলোকচ্ছটায় জামালখান” শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়( পিপিএম বিপিএম বার)। অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ শুনু, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা সমীরণ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র সেন (মরণোত্তর) কে সম্মাননা প্রদান করা হয়।