আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐদিন সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোসহ বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, শিশু-কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলাকালীন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত ট্রাফিক ব্যবস্থাপনায় কতিপয় নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৪ ডিসেম্বর বুধবার ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাসমূহ জারী করা হয়েছে। নির্দেশনাগুলো
অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ব্যবস্থার অংশ হিসেবে-রোড ব্লক ও ডাইভারশন পয়েন্ট সমূহ:
নগরীর এম.এ আজিজ স্টেডিয়াম গোলচত্বর (বিজয় শিখা) থেকে সকাল সাড়ে ১০টা বিজয় র্যালি আরম্ভ হয়ে কাজির দেউরী মোড়-সার্সন রোড-ডাঃ খাস্তগীর স্কুল-চেরাগী পাহাড় মোড়-জে এম সেন রোড-আন্দরকিল্লা মোড়-বক্সিরহাট মোড়-সোনালী ব্যাংক মোড়-কেসিদে রোড-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা)-ডিসি হিল-বৌদ্ধ মন্দির-লাভ লেইন-নুর আহম্মদ সড়ক-নেভাল এ্যাভেনিউ-হেলিপ্যাডের সম্মুখ রাস্তা-বিজয় মঞ্চে এসে শেষ হবে।
নগরীর এমএ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ সকল পর্যায়ের বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর নিরবিচ্ছিন্ন ও সু-শৃঙ্খল গমনাগমন নিশ্চিত করার লক্ষ্যে এবং আয়োজিতব্য র্যালির মুভমেন্ট ও অবস্থান বিবেচনায় প্রয়োজন সাপেক্ষে নির্ধারিত স্থানসমূহে সাময়িক রোড ব্লক স্থাপন ও ডাইভারশন প্রদানের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নগরীর লালখানবাজার, কাজিরদেউরী, সার্সন রোড/আসকার দিঘীর পাড়, জামালখান মোড়, চেরাগী পাহাড়, কে বি আব্দুস সাত্তার রোড/ জেএমসেন হল, আন্দরকিল্লা মোড়, বক্সিরহাট মোড়, লালদিঘীর উত্তর পাড়, সোনালী ব্যাংক, লয়েল রোড, পুরাতন টেলিগ্রাফ রোড, জেসি গুহ রোড, ডিসি হিল মোড়/ বৌদ্ধ মন্দির, আবেদীন কলোনী গলির মুখ, নূর আহমদ সড়ক, নেভাল মোড় ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়।
পার্কিং ব্যবস্থাপনা :
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিতব্য বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রহণকারী সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক/রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়িসমূহ নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণের গাড়িসমূহ এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে পার্কিং করবে। স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক/রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ব্যবহৃত যানবাহনসমূহ তাদের সুবিধা অনুযায়ী নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ অথবা সিআরবি’র সাত রাস্তা সড়কে পার্কিং করতে পারবে।
মহান বিজয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।