ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেস্ট ক্রিকেটে অভিষেক হলো উইকেটরক্ষক ব্যাটার জাকির হোসেনের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৪, ২০২২ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে জাকির হোসেনের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার এই উইকেটরক্ষক ব্যাটার। এর আগে শততম টেস্ট ক্রিকেটার ছিলেন নাঈম শেখ।  

শেষ কিছু দিনে ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে চলেছেন জাকির হাসান।

সবশেষ ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন দুর্দান্ত ১৭৩ রানের এক ইনিংস। এ ছাড়া দ্বিতীয় টেস্টেও পেয়েছেন রান। এমন ছন্দের পুরস্কারটাই টেস্ট অভিষেক।

 

ম্যাচ শুরুর আগের দিন (গতকাল) সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মুখে শোনা যায় জাকিরের ভূয়সী প্রশংসা। এই ব্যাটারকে তামিম ইকবালের সঙ্গেও তুলনা করেন তিনি।

এর আগে অবশ্য জাকির হাসান আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেটাও আবার চার বছর আগে, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, করেছিলেন ১০ রান। পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি এই বাঁহাতি ব্যাটারকে।