ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংসদে পদত্যাগপত্র না দিয়ে সমাবেশে পদত্যাগের ঘোষণা বিএনপি’র স্ট্যান্ডবাজি: হানিফ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১০, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংসদে পদত্যাগপত্র না দিয়ে সমাবেশে পদত্যাগের ঘোষণা দেওয়াকে বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, এতে সরকারের কিছু যায়-আসে না।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে সাভার-ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, শুনলাম তাদের সাতজন এমপি পদত্যাগের কথা শুনলাম। পদত্যাগ স্পিকারের কাছে করতে হয়, মাঠে ভাষণ দিয়ে হয় না। এগুলো বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এতে সরকারের কিছু যায় আসে না।

হানিফ বলেন, বিএনপি’র পরিকল্পনা ছিল দলের কর্মীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে নাশকতা করে সরকারকে বিব্রত করে বেকায়দায় ফেলা।

তিনি বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে বলেন, জনপ্রিয়তা যাচাই করার জন্য নির্বাচনে আসুন। দেখুন জনগণ কার সঙ্গে আছে, কী চায়?

দেশের মানুষ এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া ও দণ্ডিত পলাতক সন্ত্রাসী তারেক রহমানকে দেখতে চায়না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

হানিফ বলেন, আমি বলেছিলাম, জোশে বেহুঁশ হলে পুলিশের হাত-পা ধরা লাগবে। এখন তো দেখছেন আপনারা। গত দুদিন ধরে তারা (বিএনপি) পুলিশের হাত-পা ধরা শুরু হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অন্যদের উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।