ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে লাঠি হাতে আ.লীগ নেতা-কর্মীদের অবস্থান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১০, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে আজ শনিবার সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি হাতে অবস্থান নেন। মোটরসাইকেল নিয়ে মহড়াও দিয়েছেন তাঁরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর’ পাশাপাশি বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

ঢাকায় বিএনপির সমাবেশের দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট, ওয়ার্ড ও থানায় থানায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ১৫টি থানা, ৪৪ সাংগঠনিক ওয়ার্ড ও ১৩২টি ইউনিটে এভাবে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে দুপুরে নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘জনগণের স্বার্থে আমাদের অবশ্যই রাজপথে থাকতে হবে। এটাই আমাদের শক্তি। আমরা ক্যান্টনমেন্ট থেকে আসিনি। যাদের জন্ম ক্যান্টনমেন্টে, তারা রাজপথকে ভয় পায়, জনগণকে ভয় পায়। সমাবেশের নামে যারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের আমরা চিনি এবং তাদের জ্বালাও-পোড়াওয়ের আগেই মূল উপড়ে ফেলতে হবে।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিজয়ের মাসে আবার অশুভ শক্তি ছোবল দিতে চেয়েছে। এ জন্য প্রশাসন যে ভূমিকা নিয়েছে, তা জাতিরাষ্ট্র বাংলাদেশের পক্ষে একটি সঠিক আনুগত্য।

নগরের জিইসি মোড়সংলগ্ন হোটেল লর্ডস ইনের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঠি হাতে অবস্থান নেন সকালে। এ সময় তাঁরা মাইকে বক্তব্য দেন। এ ছাড়া নগরের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় ওয়ার্ড ছাত্রলীগ, বকশির হাট, নিউমার্কেট, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন স্থানে সকাল থেকে এভাবে লাঠি হাতে অবস্থান নেন নেতা-কর্মীরা।

বেলা একটার দিকে একটি মোটরসাইকেল–মহড়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নগরের নিউমার্কেট এলাকা থেকে বের হয়ে মোটরসাইকেল–মহড়াটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।