ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের নিশ্চয়তা দিতে হবে : ক্লিমেন্টস নিয়ালেসাসি ভোলি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৯, ২০২২ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছেন শান্তিপূর্ণভাবে সমবেত ও সংঘবদ্ধ হওয়ার অধিকারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ক্লিমেন্টস নিয়ালেসাসি ভোলি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার টুইট বার্তায় তিনি এ কথা জানান।  

জাতিসংঘের বিশেষজ্ঞ তার টুইটে লিখেছেন, ‘২০২২ সালের জুলাই থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর হামলা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মৃত্যুর মতো উদ্বেগজনক খবরের পর আমি বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার নিশ্চয়তা এবং প্রতিবাদকারীদের বিরূদ্ধে মাত্রাতিরিক্ত শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে।

শান্তিপূর্ণ জনসমাগমের ওপর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে অতীতে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিলেন জাতিসংঘের ওই বিশেষজ্ঞ। টুইট বার্তায় সেই চিঠি সংযুক্ত করে তিনি লিখেছেন, ২০২১ সালে তিনি উদ্বেগ জানিয়েছিলেন।

নয়াপল্টনে গত বুধবারের সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে আজ বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পুলিশ বুধবার বিএনপি কার্যালয়ে হামলা বা ভাঙচুর করেনি, তল্লাশি চালিয়েছে। পুলিশ যখন পার্টি অফিসে ঢোকে, সেখানেও দলের কর্মীরা ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (দলের কর্মীরা) পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করতে পারে এবং এভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ’ রাজনৈতিক সমাধান ব্যর্থ হওয়ায় হামলা কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এ ছাড়া কোনো উপায় ছিল না। পুলিশ যেভাবে মার খাচ্ছিল, আপনি যদি পুলিশ কর্মকর্তা হতেন, আপনি কী করতেন?’