ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আহ্বান মার্কিন দূতাবাসের 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৮, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও আইন শৃংখলা বাহিনীর সংঘর্ষে নিহত ও আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে শান্তিপূর্ন সমাবেশের প্রত্যাশা ব্যক্ত করে শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।

 

মার্কিন দূতাবাস বিবৃতিতে বলেছে, গতকাল (৭ ডিসেম্বর, বুধবার) ঢাকায় সংঘর্ষে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 

দূতাবাসের পক্ষ থেকে আরো জানানো হয়, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। আমরা সরকারী কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনতগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আহ্বান জানাই।