ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এত তেল মারা কেন? কত তেল আছে আমি দেখবোঃ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৮, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে তো এত আরামে ব্যবসা করতে পারেননি। মিডিয়া একটা উল্টা পাল্টা লিখলেই তো মারতো। তার পরেও বিএনপির প্রতি এত আহ্লাদ কিসের, এত তেল মারা কিসের। কত তেল আছে আমি দেখব।’

 

বিএনপি ক্ষমতায় থাকার সময় ‘উল্টা পাল্টা লিখে’ মার খেয়েও এখন গণমাধ্যম বিরোধী দলটিকে ‘তেল মারছে’ বলে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ বৃহস্পতিবার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

 

গণমাধ্যমের মালিকদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, ‘যে সমস্ত মিডিয়া এখন ধরনা দিচ্ছে, এত টেলিভিশন…এ তো আমারই দেওয়া। আমি যদি উন্মুক্ত না করে দিতাম এত মানুষের চাকরিও হতো না। এত মানুষ ব্যবসাও করতে পারত না। আর আওয়ামী লীগ সরকারের আমলে, সে বিএনপির ব্যবসায়ীই হোক বা আওয়ামী লীগের ব্যবসায়ী হোক, সবাই কিন্তু শান্তিতে ব্যবসা করছে। হাওয়া ভবনও আমরা খুলি নাই, খাওয়া ভবনও আমরা খুলি নাই, বরং ব্যবসা করার সুযোগ করে দিয়েছি।’

 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপিকে যারা তেল মারছে, আমরা তাদেরও হিসাব করব। আওয়ামী লীগের সময় আরাম আয়েশ করে ব্যবসা করে খাচ্ছে তো, কারও ব্যবসায় আমরা বাধা দিইনি তো। সবাইকে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে দিয়েছি। বিএনপির আমলে তো এত আরামে ব্যবসা করতে পারেনি। এই মিডিয়া একটা উল্টা পাল্টা লিখলেই তো মারতো। তার পরেও এত আহ্লাদ কিসের, এত তেল মারা কিসের, আমি তো জানি না। কত তেল আছে আমি দেখব।’