ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাধ্য হয়ে গুলি ছুড়েছে পুলিশঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৮, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনোভাবেই বিএনপিকে সড়কে সমাবেশ করতে দেওয়া হবে না। নয়াপল্টনে সহিংসতার জন্য বিএনপিই দায়ী। সেখানে বাধ্য হয়েই বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে।’

 

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ৪৯ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে ১৬ জন পুলিশ হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির জন্য ছাত্রলীগের সম্মেলন আগায় আনতে বলেন প্রধানমন্ত্রী। অথচ তারা ভালো জায়গা ছেড়ে রাস্তায় করতে চায়। রাস্তায় সমাবেশ হবে না।’

 

বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করা নিষিদ্ধ হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাস্তায় সমাবেশ করতে কোনোভাবেই দেওয়া হবে না। কালশিতে (মিরপুরের) বড় মাঠ আছে, সেখানে সমাবেশ করলে কোনো সমস্যা হবে না। সেখানে পুলিশ ও সরকার সহযোগিতা করবে।’

 

এ সময় বিএনপিকে ‘একগুঁয়েমি’ ছেড়ে কোনো মাঠে সমাবেশ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

সমাবেশস্থল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মনোভাবে পরিস্থিতি নাজুক হওয়া যে শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’