ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর গাবতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকায় আসা দূরপাল্লার যানবাহনগুলোতে পুলিশ তল্লাশি চালানো হচ্ছে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৭, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় ঢুকতে তল্লাশি, গাবতলীতে চেকপোস্ট
সারাদেশে গত ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এছাড়া আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিএনপির পক্ষে থেকে অভিযোগ করে বলা হচ্ছে, পুলিশ অভিযানের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে আসন্ন গণসমাবেশেকে কেন্দ্র করে তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

এসবের মধ্যেই রাজধানীর গাবতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকায় আসা দূরপাল্লার যানবাহনগুলোতে পুলিশ তল্লাশি চালানো হচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ চেকপোস্টে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আমিনবাজার ব্রিজ পার হয়ে ঢাকার প্রবেশ মুখে গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক এবং যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। এসময় যাত্রীদের কাছে ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হচ্ছে।

এদিকে পুলিশের কাছে যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে গাবতলীতে পরিচালিত চেকপোস্টটি বিশেষ কোনো উদ্দেশ্য পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এটি একটি রুটিন ওয়ার্কের চেকপোস্ট যা সারা বছর কার্যকর থাকে। তবে আসন্ন ১০ ডিসেম্বর হতে যাওয়া বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে চেকপোস্টটিতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।এ বিষয়ে বিএনপির দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গাবতলী এলাকার চেকপোস্ট অনেক আগে থেকেই। রুটিন ওয়ার্ক হিসেবে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে ঢাকায় আসা গাড়িকে অনেক সময় তল্লাশি করা হয়ে থাকে। তবে বিএনপির সমাবেশ সামনে রেখে চেকপোস্টে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।