ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার তাগিদ জাতিসংঘের 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৭, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজ এক বিবৃতিতে জানিয়েছেন,

জাতিসংঘ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষায় বাংলাদেশকে তাগিদ দিয়েছে।

 

বাংলাদেশে জাতিসংঘ আবাসিক কার্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ দলটির কার্যালয়ে ঢুকে অভিযান চালায়। এর ঘণ্টাখানেকের মধ্যে জাতিসংঘের তরফ থেকে এ বিবৃতি দেওয়া হয়।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে বিবৃতিটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এ সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে দলটির।