ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশাহারা হয়ে গেছে : গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৫, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, গণ-আন্দোলনের তীব্রতায় অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে দিশাহারা হয়ে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং গণগ্রেপ্তার চালাচ্ছে।

আজ সোমবার  রাজধানীর তোপখানা রোডের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় নেতারা এসব কথা বলেন। সভায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন বেগবান করতে সব বিরোধী শক্তির যুগপৎ লড়াইয়ের বিষয়ে আলোচনা করেন মঞ্চের নেতারা।

এ ছাড়াও আগামীকাল বুধবার সকাল ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠকের সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরো অনেকে।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গত কয়েক দিনে বিএনপির পাশাপাশি নাগরিক ঐক্য এবং গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে সরকারদলীয় ক্যাডাররা। অতীতেও কোনো স্বৈরাচার দমন-পীড়নের মাধ্যমে গণ-আন্দোলন ঠেকাতে পারেনি। এই সরকারও পারবে না।

গণতন্ত্র মঞ্চসহ সব বিরোধী রাজনৈতিক জোট এবং দলের আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন নেতারা।