ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

”সবাইকে বিলাস ত্যাগ করতে হবে। এখন সময়টা সাশ্রয়ের ” : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৫, ২০২২ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে বিলাস ত্যাগ করতে হবে। এখন সময়টা সাশ্রয়ের। আর দেশকে এমনভাবে তৈরি করতে হবে যেন কারো ওপর নির্ভর করতে না হয়। তিনি বলেন, অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ।

(সোমবার) সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স- ২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স -২০২২ এর গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শান্তি মিশনে আরও বেশি সংখ্যক নারী সদস্যদের পাঠানোর জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করা নিয়ে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। তখনও অনেকে মুচকি হেসেছিল। আজকে ডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। আজ গ্রামে বসে ছেলে-মেয়েরা ফ্রিল্যান্সিং করে ডলার আয় করে। এই সুযোগটা আমরা করে দিয়েছি।

তিনি বলেন, আমার ও আমার পরিবারের সবার বিরুদ্ধে পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু প্রমাণ হয়েছে, এখানে কোনো দুর্নীতি হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের অর্থে পদ্মা সেতু করবো। তখন অনেকে বলেছে, এটা কখনো সম্ভব না। অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে যখন আলোচনা করেছি, তখন বলেছে, এটা সম্ভব না।