ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের খবর আর্জেন্টিনার গণমাধ্যমে

তানভীর মাসুদ | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৫, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ থেকে প্রায় ১৭ হাজার মাইল দূরের দেশ ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেশটি মূলত বাংলাদেশে বিশেষভাবে পরিচিত ফুটবল খেলার জন্য। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপ ফুটবলে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা । সে বিশ্বকাপে “ফুটবল ঈশ্বর” খ্যাত ম্যারাডোনার ফুটবল শৈলী বাংলাদেশের মানুষের মননে এমনভাবে গেঁথে গেছে যে, প্রজন্মান্তর বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ফুটবল এলেই আর্জেন্টিনা কে সমর্থন করে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় ।

এবারও ব্যতিক্রম হয়নি সে ভালোবাসার বহিঃপ্রকাশ। বরঞ্চ সে ভালোবাসা এবার বিশ্বকাপে অনেকটাই উন্মাদনায় রূপ নিয়েছে।

পাড়া -মহল্লা ,অলি-গলি , খেলার মাঠ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা বসিয়েছেন বড় পর্দা । বাংলাদেশের সমর্থকদের এই উন্মাদনায় আরো রসদ জুগিয়েছে খোদ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা ) । বাংলাদেশের ড্যাফোডিল ইউনিভার্সিটির আর্জেন্টাইন সমর্থক ছাত্র-ছাত্রীদের ফুটবল উন্মাদনার এক ভিডিও ফিফা শেয়ার করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে ।

মূলত এর পরপরই আর্জেন্টিনা সহ সমগ্র বিশ্বের মানুষ জেনেছে বাংলাদেশের লাখো -কোটি আর্জেন্টাইন সমর্থকদের ফুটবল উন্মাদনা সম্পর্কে এবং আর্জেন্টাইন প্রীতি সম্পর্কে । আর্জেন্টাইনারাও উৎসুক হয়ে পড়েছে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সম্পর্কে জানতে ।

ইতিমধ্যে আর্জেন্টাইন সাংবাদিক ইয়োসেন বাংলাদেশ নিয়ে বেশ কয়েকবার টুইট করেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের যে কোন সাফল্যে তার পূর্ণ সমর্থন থাকবে ।

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে মিরাজ- মুস্তাফিজের অবিশ্বাস্য নৈপুণ্যে শক্তিশালী ভারত কে ১ উইকেটে পরাজিত করে বাংলাদেশ ।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের খবর গুরুত্বের সাথে ঠাই করে নিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমে ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের বিজয় নিয়ে টুইট করেছেন সেই আলোচিত সাংবাদিক ইয়োসেন এবং আর্জেন্টাইন বিভিন্ন গণমাধ্যমে মিরাজের ছবি দিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিজয়ের খবর । তারা শিরোনাম করেছে,
“ভেমোস বাংলাদেশ” ।

বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ না করলেও এবার বিশ্বকাপে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে সম্মানের সাথে । আর এই সম্মান প্রাপ্তির মূল কারিগর হচ্ছে এই দেশের ফুটবল পাগল সমর্থকদের উম্মাদনা । বাংলাদেশের মানুষের এই ফুটবল উম্মাদনা অব্যাহত থাকুক এবং সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এই উম্মাদনার খবর এই প্রত্যাশা বাংলাদেশের মানুষের ।