ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজার টাকার জন্য কৃষক জেলে, হাজার কোটির বিরুদ্ধে কী ব্যবস্থা! : কল্যাণ পার্টির সভায় ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৫, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশের মানুষ। তিনি বলেন, এবারের মুক্তির মধ্যে দিয়ে দ্বিতীয় বার মুক্ত হবে এদেশের মানুষ। 

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টির ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ২৫ হাজার টাকা লোনের জন্য কৃষককে জেলে নেয়া হয়। আর ২৫ হাজার কোটি টাকা নিয়ে ফেরত না দেয়া ব্যক্তিদের জন্য কোনো ব্যবস্থা নেয়া হয় না।

তিনি দাবি করেন, ৫০ বছরেও ক্ষমতা হস্তান্তর করার একটা সুষ্ঠু প্রক্রিয়া গ্রহণ করা যায় নি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তার সৃষ্টির পরের যে চরিত্র তা তারা হাটিয়ে ফেলেছে। তারা এখন আমলা নির্ভর হয়ে গেছে।

ফখরুল দাবি করেন, আন্দোলন দমন করার জন্য আওয়ামী লীগ জঙ্গি ও আগুন সন্ত্রাস এই দুটি অস্ত্র ব্যবহার করে। বিএনপির আন্দোলন দমন করার জন্য এই পুরনো অস্ত্র অনেক আগে থেকেই তারা ব্যবহার করে আসছে।

বিএনপির আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিনত হয়েছে দাবি করে তিনি বলেন, যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ের মতো সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই দানব সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে। বিচার বিভাগ, গণমাধ্যমের ওপর আবার নতুন করে চাপ দেয়া শুরু করেছে।

তার অভিযোগ, বিচারকরা এখন আর মামলার শুনানিতে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সময় দিতে চাচ্ছেন না।