ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা, জয় বাংলা আর নৌকার স্লোগানে মুখরিত পুরো চট্টগ্রাম

তানভীর মাসুদ | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৪, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রাম মহানগরীর আওতাধীন পলোগ্রাউন্ড মাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা । আর এই জনসভা কে কেন্দ্র করে বিগত দুই সপ্তাহেরও অধিক সময় যাবৎ চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা- কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা বিরাজ করছিল । প্রধানমন্ত্রীর জনসভার সফল করতে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনের এমপি বৃন্দ , চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা সমগ্র চট্টগ্রামে ব্যাপক প্রচারণা চালিয়েছিল । তাদের প্রচারণার অন্যতম বিষয়বস্তু ছিল বিগত ১৪ বছরে প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো। তাদের সেই প্রচেষ্টা পুরোপুরি সফল বলা যায় ।

 

আজ ভোর থেকেই হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী- সমর্থকরা নেচে গেয়ে – বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গগনবিদারী স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করেন । তাদের মুখে ছিল তেজোদীপ্ত স্লোগান

” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” , “স্বাধীনতার প্রতীক নৌকা , উন্নয়নের প্রতীক নৌকা , ”

 

রাউজান থেকে মিছিল নিয়ে আসা ষাটোর্ধ বয়সী কবির হোসেন বলেন, ” দীর্ঘদিন পর নেত্রী আসছে চট্টগ্রামে । প্রাণের নেত্রীকে এক পলকে দেখার জন্য সুদূর রাউজান থেকে আমি চট্টগ্রাম শহরে এসেছি। আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আমি জয় বাংলা, শেখ হাসিনা, আর নৌকার স্লোগান আমার রক্তে নাচন ধরায় ”

 

সকাল থেকে জনসভা স্থল এবং এর আশেপাশে এলাকায় ঘুরে দেখা গেছে , হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ বিভিন্ন সড়ক দিয়ে জনসভায় আসছে আর তাদের সকলের মুখে ছিল সেই চিরচেনা স্লোগানগুলো ।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ইতিমধ্যে পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে জনসভার ব্যাপ্তি আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সদা সতর্ক থাকতে দেখা গেছে।