বাড়াবাড়ি করলে বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমরা মারামারি করবো না। আমাদের আক্রমণ করলে দেখা যাবে পাল্টা আক্রমণ কীভাবে হবে। ছেড়ে তো দেবো না। এখন ছাড় দিচ্ছি, বাড়াবাড়ি করলে ছেড়ে দেবো না।’
শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানের প্রবেশপথে আওয়ামী লীগের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাদের। রোববার এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, ‘(বিএনপির) বাড়াবাড়িটা খুব বেশি হচ্ছে। দেখেন, মিটিং হবে এক সপ্তাহ পরে, তাঁবু খাটিয়ে বালিশ-বিছানা-কম্বল মশার কয়েলও নিয়ে আসছে। এনে একটা নাটক সাজাচ্ছে। আমরা তৈরি আছি। আমরা পাড়ায়, মহল্লায়, শহরে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায় এমনকি ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে।’
বিএনপি হেফাজতের মত তাণ্ডবের চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই অর্থনৈতিক সংকট কেটে যাবে উল্লেখ করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন সবাইকে বুঝতে হবে, এই কোভিড পরিস্থিতির পর যে সংকট, নিষেধাজ্ঞা, যুদ্ধ; এর প্রতিক্রিয়া হচ্ছে। সোমালিয়ায় প্রতি ৩৬ সেকেন্ডে একজন মারা যায়, এত বাজে অবস্থায় পৃথিবী। সুদানেরও অবস্থা খুবই খারাপ। আফ্রিকান দেশগুলো অত্যন্ত খারাপ অবস্থায় আছে এবং উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। বিশেষ করে রাশিয়ান গ্যাস বন্ধ হওয়ার পর। এই সংকটে বাংলাদেশ, আমাদের নেত্রী এই পরিস্থিতি সামলাচ্ছেন। রপ্তানি আয় আবার বাড়তে শুরু করছে। আমরা ঘুরে দাঁড়াচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়াচ্ছি এখন। আমরা তেলও পাবো, জ্বালানিরও ব্যবস্থা হয়েছে। আমরা আশা করছি এই সংকট শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই কেটে যাবে।’