ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে পলোগ্রাউন্ড মাঠ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৪, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে দলীয় জনসভায় বক্তব্য দেবেন।

মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে পলোগ্রাউন্ড মাঠ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন জেলা-উপজেলা ও শহরের আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন। দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। জনসভায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য জনগণের কাছে ম্যান্ডেট চাইবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা।

মহানগরীর ৪১ ওয়ার্ড থেকে শুরু করে জেলার ১৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও আসছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। সবার গন্তব্য এখন পলোগ্রাউন্ড। মহানগরী হয়ে উঠেছে মিছিলের নগরী। বর্ণিল সাজে বাদ্যযন্ত্র বাজিয়ে কর্মীরা আসছেন জনসভায়।

সকাল ১১টায় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জনসমাবেশে যোগ দিয়েছেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। মাথায় লাল টুপি ও আর সকল নেতাদের গায়ে ছিল সাদা গেঞ্জি। এদিকে মঞ্চে দেখা যাচ্ছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি সহ চট্টগ্রামের সিনিয়র নেতাদের।