চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দেয়ালে ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপের চিকা মারাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছে।
সংঘর্ষে জড়ানো পক্ষ দুটি হলো- শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ বিজয় ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএস)।
শুক্রবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চবির এএফ রহমান হলের দেয়ালজুড়ে বিজয় গ্রুপের চিকা মারা হয়েছে বছরখানেক আগে। হলটিতে বিজয় গ্রুপ একক আধিপত্য বিস্তার করলেও ভিএক্সের অনুসারীরা বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ ডিসেম্বর) দিনভর চিকা মেরে নিজেদের অবস্থান জানান দেয়।
বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে শুক্রবার রাত ১০টার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বিবাদে জড়ানো উভয়পক্ষ। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থেমে থেমে দুই পক্ষের সংঘর্ষ চলছে।
সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।