ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবিতে সংঘর্ষের ঘটনায় আহত ২০, কক্ষ ভাঙচুর, সাংবাদিক -শিক্ষকের উপর চড়াও 

লাল চাঁদ বাদশা | ( চ.বি প্রতিনিধি )
ডিসেম্বর ৩, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গত ২ ডিসেম্বর (শুক্রবার) রাত ১০ টায় দেয়াল লিখনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়।

এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হওয়া সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর সংঘর্ষে জড়িত কতিপয় ছাত্রলীগ নেতা-কর্মীদের চড়াও হওয়ার আভিযোগ পাওয়া গেছে।

 

ছাত্রলীগ নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেয়াল লিখন নিয়ে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ‘বিজয়’ ও ‘ভিএক্স’ (ভার্সিটি এক্সপ্রেস) গ্রুপের মধ্যে বিকেল থেকে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে বিজয় গ্রুপের কর্মীদের বের করে দিয়ে ভিএক্স গ্রুপের কর্মীরা হলের ভিতরে অবস্থান নেয়। পরে বিজয় গ্রুপের কর্মীরা হলটির মাঠে অবস্থান নেয়।

 

এরপর রাত ১০টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। পরে রাত দুইটার দিকে প্রক্টরিয়াল বডি, পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

পরে ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের সিদ্ধান্ত জানান। প্রক্টরিয়াল বডির নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, গত এক-দেড় বছর যারা যেভাবে হলে থেকেছে তারা সেভাবে হলে যার যার রুমে থাকবে, এর ব্যাতয় যদি হয় তাহলে পুলিশি ও একাডেমি অ্যাকশন নেওয়া হবে। দেওয়াল লিখনের ব্যাপারে সিদ্ধান্ত হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দেয়াল লিখন মুছে ফেলবে এবং হলে কোনো দেয়াল লিখন থাকবে না।

 

অপ্রীতিকর ঘটনায় এড়াতে ঘটনাস্থলে এখনো পুলিশ মোতায়েন রয়েছে ।