ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলা বন্ধের দাবিতে আইজিপিকে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধের আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি চিঠি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আইজিপির সাথে এক ঘণ্টা বৈঠক করেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানি করা হচ্ছে বলে পুলিশ মহাপরিদর্শকের কাছে অভিযোগ করেন তারা।

বৈঠক শেষে তারা বলেন, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে সাড়ে ছয় হাজার নামধারী ও ১৫ হাজার বেনামী আসামি করা হয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইজিপি।

বর্তমান সরকারের পতন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিদ্যুৎ-জ্বালানীসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দেশের বিভিন্ন বিভাগে চলছে বিএনপির সমাবেশ। দলটির অভিযোগ, এসব সমাবেশ ব্যর্থ করতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি করছে পুলিশ।

বিএনপির চিঠিতে বলা হয়, ঢাকার প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিস্তারিত তথ্যসহ তালিকা প্রস্তুত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি পুলিশ কর্তৃক রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দায়ের এবং মানবাধিকার লঙ্ঘন চরমতম পর্যায়ে পৌঁছেছে।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপিকে সমাবেশ করতে আইজিপি আহবান জানিয়েছেন বলেও জানান বরকত উল্লাহ বুলু।

তবে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনেই হবে ১০ ডিসেম্বরের সমাবেশ। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।