ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজি ধরে গরম চা খেতে গিয়ে শ্বাসনালী পুড়ে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্ধুদের সাথে বাজি ধরে গরম চা খেতে গিয়ে খাদ্য ও শ্বাসনালী পুড়ে গিয়ে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তরুণ মোস্তফা (২৪) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় গরম চা খাওয়ার বাজি চলে তাদের মধ্যে। গরম চা খেতে গিয়ে মোস্তফার খাদ্য ও শ্বাসনালী পুড়ে যায় এবং গলায় জ্বালা-যন্ত্রণা শুরু হয়। গলার যন্ত্রণা নিবারণ করার জন্য তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।