ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাজ সাজ রব চট্টগ্রামে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম আসছেন। ১০ বছর পর ওইদিন পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামে সাজ সাজ রব। ইতোমধ্যে স্লোগান উঠেছে, ৪ ডিসেম্বর বিকেলবেলা/ পলোগ্রাউন্ডে জমবে মেলা/ প্রধানমন্ত্রীর জনসভায়/ চাটগাঁবাসী আয় ছুটে আয়।

রঙের আঁচড়ে বিবর্ণতা দূর করে নবরূপ পেতে চলেছে নগরী। স্থাপত্যে জমে থাকা ময়লা পরিষ্কার করতে কাজ করছে চট্টগ্রামের বিভিন্ন সেবা সংস্থা। সিটি কর্পোরেশনের উদ্যোগে ভাঙা ডিভাইডারগুলো মেরামত করে রং করা হচ্ছে। আগ্রাবাদ বারিক বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে ওঠা সড়কে চলছে জরুরি মেরামত। আগে রাতে সড়ক সংস্কার করা হতো। গত কয়েক দিন ধরে দিনে যান চলাচল নিয়ন্ত্রণ করে কাজ চলছে। ফুটপাত, সড়কদ্বীপ, ফ্লাইওভারে পড়ছে রঙের ছোঁয়া। প্রধানমন্ত্রীর আগমন আনন্দঘন করতে রাস্তাঘাট ও স্থাপত্যগুলোকে প্রাণ দিতে ব্যস্ত সময় পার করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা–কর্মচারীরা। আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে এমএ মান্নান ফ্লাইওভারের মাঝের অংশটির ল্যাম্পপোস্টে ৭০–এর নির্বাচনে বিজয় ও স্বাধীনতার প্রতীক নৌকার আকৃতিতে এলইডি বাতি লাগিয়ে আলোকসজ্জা করেছে চসিকের বিদ্যুৎ বিভাগ।

প্রধানমন্ত্রীর আগমন বার্তা জানান দিতে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি পথসভা করছেন। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কারা বেশি জমায়েত দেবে, এখন থেকেই চলছে সেই প্রতিযোগিতা। পাশাপাশি শীর্ষ নেতারা প্রায় প্রতিদিন পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করছেন। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে মাঠের উন্নয়নসহ নানা কাজ

তদারক করছেন তারা।

আওয়ামী লীগের নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর জনসমাবেশে অংশ নিতে পুরো বিভাগ থেকে ১০ লাখ মানুষ সমবেত হবেন। নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রতিটি সড়ক ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে ফেলেছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি নগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের নামে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন। কোথাও সড়কের আইল্যান্ডে শোভা পাচ্ছে বিশাল নৌকা। মোটরসাইকেল শোভাযাত্রা, ট্রাকে প্রচারণা চালানো, ঢোলের বাদ্য, দেশাত্মবোধক গান, উন্নয়নের অগ্রযাত্রার কথা জানানোর কর্মসূচি তো আছেই।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ মার্চ পলোগ্রাউন্ড মাঠে সর্বশেষ আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ বছর পর একই মাঠে আবার ভাষণ দেবেন তিনি।