চট্টগ্রামে খুন হওয়া শিশু আলিনা ইসলাম আয়াতের দুই পায়ের পর এবার তার খণ্ডিত মাথাটি খুঁজে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বন্দরনগরীর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেইট এলাকায় খণ্ডিত মাথাটি পাওয়া যায়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান জানান, বুধবার যে স্থানে আয়াতের খণ্ডিত পা দুটি পাওয়া গেছে, তার কাছাকাছি স্থানে প্যাকেটে মোড়ানো মাথাটি মিলেছে।
গত ১৫ নভেম্বর বিকেলে আলিনা ইসলাম আয়াত বাসার পাশে একটি মক্তবে পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়। ১০ দিন পর গত শুক্রবার তার পরিবার জানতে পারে, তাদের সন্তানকে খুন করেছে তাদেরই বাসার ভাড়াটিয়ার ছেলে আবির মিয়া। আয়াত তাকে চাচ্চু বলে ডাকত।
আয়াতের বাবা সোহেল রানা বাড়ির পাশে একটি মুদির দোকান করেন।
পুলিশকে আবির জানান, মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করেন তিনি। ধরা পড়ে যাওয়ার ভয়ে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেন।
পরে আবীরকে নিয়ে পিবিআই সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং আয়াতের জুতা উদ্ধার করেন। পরে আয়াতের বাবা নগরীর ইপিজেড থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় শনিবার প্রথম দফায় দুই দিনের রিমান্ডে পেয়ে আবীরকে সঙ্গে নিয়ে আয়াতের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালায় পিবিআই।