আমেরিকার বিরুদ্ধে ইরানের হারকে একরকম উদ্যাপন করেছেন ইরানেরই মানুষ। দেশের সরকারের বিরোধিতা করে উল্লাসে মেতেছেন ইরানের নাগরিকারা। সেই উল্লাস করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। ইরানের পুলিশের গুলিতে মেহরান সামাক নামের ২৭ বছর বয়সি ওই যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ।
ঘটনাটি ঘটলো পূর্ব ইরানে আনজালি নামের এক শহরে। জানা গেছে, ইরানের হারের পরে রাস্তায় নেমে উল্লাস করছিলেন তিনি। তার পরে নিজের গাড়িতে করে বাড়ির পথে ফেরার সময় পুলিশ তার গাড়ি আটকায়। সেই সময় গাড়িতে মেহরানের সঙ্গে ছিলেন তার বাগদত্তা। বাগদাত্তার সামনেই পুলিশ মেহরানের গুলি করে বলে অভিযোগ ওঠে।
আহত মেহরানকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মেহরানের বাগদত্তার অভিযোগ, সরকার বিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন মেহরান। তাই তার উপর পুলিশের নজর ছিল।
ইরানের হারের পরে সে দেশে রাস্তায় নেমে নাচ-গান করেছেন বহু মানুষ। নেটমাধ্যমে ইরানিদের উল্লাসের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ইরানের বিভিন্ন শহরে চলছে উল্লাস। রাস্তায় প্রচুর লোক। তাঁরা আনন্দে নাচছেন। প্রথমার্ধে আমেরিকা গোল করার পরেই শুরু হয় এই উদযাপন।