ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের কাছে ফিরে আসতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে: খসরু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩০, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বুঝে গেছে এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে হলে রাস্তায় নামা ছাড়া কোনো গতি নেই। এখন একটাই মাত্র পথ, এজন্য লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে ভাসানী ভবনে শীতবস্ত্র ও খাবার বিতরণ, দোয়া এবং আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র ও খাবার বিতরণ, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আমীর খসরু বলেন, আমরা আজকে কঠিন সময় অতিক্রম করছি। এখানে গণতন্ত্র নেই,

 

এখানে ভোটাধিকার নেই, এখানে মানবাধিকার নেই, এখানে জীবনে নিরাপত্তা নেই, এখানে বাকস্বাধীনতা নেই, এখানে গণমাধ্যমের স্বাধীনতা নেই।

 

 

আওয়ামী লীগের উদ্দেশ্য করে খসরু বলেন, তারা বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছে। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে, বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছে। এই বাংলাদেশকে এবং বাংলাদেশের আত্মাকে ফিরে পেতে হলে আজকে শেখ হাসিনার পতন ঘটাতে হবে, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। যাদের জনগণের কাছে জবাবদিহি থাকবে। জনগণের কাছে ফিরে আসতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে। সে ধরনের বাংলাদেশ তৈরির প্রত্যয় নিয়েছেন তারেক রহমান। আমরা সবাই মিলে সেই কাজটি করছি। সর্বস্তরের মানুষ আজ রাস্তায়।

 

খসরু বলেন, বিএনপির সমাবেশগুলোতে সব ধরনের মানুষ উপস্থিত হচ্ছে। সবাই বাধা বিপত্তি উপেক্ষা করে সমাবেশ গুলোতে অংশগ্রহণ করছে। একটাই কারণ দেশটাকে বাঁচাতে হবে। দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে সকলে মিলে এই কাজটি করতে হবে। দেশের মানুষ বুঝতে পেরেছে কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় এই ফ্যাসিস্ট সরকারকে সরানো সম্ভব হবে না এবং তারা যে নির্বাচন করে সেটা হচ্ছে ভোট চুরের নির্বাচন, তারা যে নির্বাচন করে সেটা হচ্ছে জনগণকে বাইরে রেখে নির্বাচন। তারা যে নির্বাচন করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার নির্বাচন সুতরাং আমরা যখন বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা যখন বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে তখন মানুষ রাস্তায় নেমে গেছে। বলেন খসরু।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঢাকার সমাবেশ নিয়ে ক্ষমতাসীন দলের মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে। ইতিমধ্যে আমাদের যে সকল বিভাগীয় সমাবেশ সম্পূর্ণ হয়েছে সেখানে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে কিন্তু কোনভাবেই মানুষকে থামিয়ে রাখা তাদের পক্ষে সম্ভব হয়নি। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজকের এই শাসক গোষ্ঠীর মাথা ব্যাথার কারণ। ঢাকায় জনসভা হবে যেভাবে আটটি সমাবেশ হয়েছে। ঢাকার সমাবেশ মহাসমাবেশে পরিণত হবে, বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির প্রমুখ।