ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০ বছর পর দ্বিতীয় রাউন্ডে উঠায় সেনেগালের রাস্তায় জনতার উল্লাস

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩০, ২০২২ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফুটবলের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডর কে ২-১ গোলে পরাজিত করে ২০ বছর পর দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে সেনেগাল । সেনেগাল সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল ২০০২ সালে । সে সময় তাদের তারকা ফুটবলার এল হাজি দিয়ুফ ও কামারার অসাধারণ নৈপূণ্যের উপর ভর করে দ্বিতীয় রাউন্ডে উঠে । পরবর্তী বিশ্বকাপ গুলোতে অংশগ্রহণ করলেও সেনেগাল প্রথম রাউন্ডের বাধা পার হতে পারেনি ।

তাইতো গ্রুপ এর “ডু অর ডাই ” ম্যাচে ইকুয়েডর কে ২-১ গোলে পরাজিত করে উল্লাসে মেতে ওঠে সেনেগালিসরা । রেফারি শেষ বাঁশি বাজার সাথে সাথে সেনেগালের রাজধানী “ডাকার” এর রাজপথে নেমে আসে হাজার হাজার জনতা । শুধু তাই নয়, সেনেগালের অন্যান্য প্রদেশ এর জনগণ ও রাস্তায় নেমে আসে । এ সময় তারা নেচে -গেয়ে- আনন্দ উল্লাস করতে থাকে এবং ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে না পারে সেনেগালের তারকা ফুটবলার “সাদিওমানে”র নামে স্লোগান দিতে থাকে ।