ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩০, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার বহির্বিভাগ টিকিট কেটে সাধারণ রোগীর মতো তাঁর চোখ পরীক্ষা করিয়েছেন।

প্রধানমন্ত্রী চিকিৎসা নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শেরেবাংলানগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী সেখানে পৌঁছার পর হাসপাতালটির পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে বহির্বিভাগে সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কুশলবিনিময় করেন। এ ছাড়া তাদের চিকিত্সা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার বহির্বিভাগ টিকিট কেটে সাধারণ রোগীর মতো তাঁর চোখ পরীক্ষা করিয়েছেন।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর শেরেবাংলানগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চোখের ডাক্তার দেখান। এ সময় চিকিৎসক, নার্স ও চিকিত্সা নিতে আসা রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।    ছবি : পিআইডি