ঢাকাবুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অধীনে জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে: রওশন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩০, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দেশে ফিরেই তিনি বিমানবন্দরে বলেছেন, ‘জনগণ উন্নতি ও শান্তি জন্য পরিবর্তন চায়। সেই শান্তি জাতীয় পার্টিই দিতে পারে, অবশ্যই তা বিএনপি নয়। বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না। বিএনপির অধীনে জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রওশন বলেন, জাতীয় পার্টিতে ঐক্য চাই, বিভক্তির প্রশ্নই ওঠে না। আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হবে। জিএম কাদেরের সঙ্গে আলোচনা করে রংপুরে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক জোট ও আন্দোলনের বিষয়ে সময় বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় ব্যাংককে চিকিৎসার খোঁজ-খবর রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রওশন। তিনি বলেন, ব্যাংককে আমার চিকিৎসার সময় সহযোগিতা এবং স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

একই সঙ্গে তিনি হাসপাতালে চিকিৎসার সময় সহায়তা ও সহযোগিতার জন্য থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসকেও ধন্যবাদ জানান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিতি থেকে বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, পার্টির সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি ও দলীয় চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা প্রমুখ।